ক্রমিক নং | বিবরণ |
১ | অফিসে সময়মত উপস্থিত থাকা।
|
২ | অফিস সময় শেষ হওয়ার পূর্বে অফিস ত্যাগ না করা, বিশেষ প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেয়া।
|
৩ | অধীনস্থ কর্মকর্তা/কর্মচারীদের সাথে সৌজন্যমূলক আচরণ করা ও ভদ্রচিতভাবে কথা বলা।
|
৪ | দৈনন্দিন কাজের তালিকা করা এবং অগ্রাধিকারভিত্তিতে তা সমাধান করা।
|
৫ | দাপ্তরিক কাজ যথাসময়ে ও দ্রুততার সাথে সম্পন্ন করা।
|
৬ | সেবা গ্রহীতাদের দ্রুত সেবা প্রদান ও তাঁদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করা, সেবা প্রাপ্তি সহজীকরণ।
|
৭ | বয়োজেষ্ঠ্যদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করা ও ছোটদের স্নেহ করা।
|
৮ | মহিলা সহকর্মী ও প্রতিবন্ধীদের সাথে ভাল ব্যবহার করা এবং অগ্রাধিকার প্রদান।
|
৯ | দপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা করা এবং মতবিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া।
|
১০ | অফিসকক্ষ, ওয়াশরুম ও অফিস আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
|
১১ | বিদ্যুৎ অপচয় রোধে সচেষ্ট থাকা; অপ্রয়োজনে লাইট, ফ্যান, এসি না চালানো।
|
১২ | অফিস কক্ষ ত্যাগের পূর্বে লাইট, ফ্যান, কম্পিউটার, এসি সহ সকল প্রকার যন্ত্রপাতি যথানিয়মে বন্ধ করা।
|
১৩ | অফিসে ব্যবহৃত সরকারি গাড়ি, কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাংশ যত্নের সাথে ব্যবহার করা।
|
১৪ | বিদ্যুৎ, পানি ও জ্বালানী ইত্যাদি ব্যবহারে মিতব্যয়ী হওয়া।
|
১৫ | অফিস আঙ্গিনায় রোপিত ফুল, ফল বা সবজি জাতীয় পাছের পরিচর্যা করা।
|
১৬ | জরুরি বিষয় গ্রুপ মেসেঞ্জার, ই-মেইল বা এসএমএস এর মাধ্যমে কর্মকর্তা/কর্মচারীদের অবগত করা।
|
১৭ | ই-নথি কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ এবং কাগজের ব্যবহার সীমিত করা।
|
১৮ | মামলা ও অডিট নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ ও অডিট নিষ্পত্তিতে তৎপর থাকা।
|
১৯ | ওয়েবসাইটে প্রতিনিয়ত প্রকাশযোগ্য তথ্যাদি আপডেট রাখা। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস