Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উত্তম চর্চা
ক্রমিক নং  বিবরণ
 অফিসে সময়মত উপস্থিত থাকা।
 অফিস সময় শেষ হওয়ার পূর্বে অফিস ত্যাগ না করা, বিশেষ প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেয়া।
 অধীনস্থ কর্মকর্তা/কর্মচারীদের সাথে সৌজন্যমূলক আচরণ করা ও ভদ্রচিতভাবে কথা বলা।
 দৈনন্দিন কাজের তালিকা করা এবং অগ্রাধিকারভিত্তিতে তা সমাধান করা।
 দাপ্তরিক কাজ যথাসময়ে ও দ্রুততার সাথে সম্পন্ন করা।
 সেবা গ্রহীতাদের দ্রুত সেবা প্রদান ও তাঁদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করা, সেবা প্রাপ্তি সহজীকরণ।
 বয়োজেষ্ঠ্যদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করা ও ছোটদের স্নেহ করা।
 মহিলা সহকর্মী ও প্রতিবন্ধীদের সাথে ভাল ব্যবহার করা এবং অগ্রাধিকার প্রদান।
 দপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা করা এবং মতবিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া।
১০  অফিসকক্ষ, ওয়াশরুম ও অফিস আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
১১  বিদ্যুৎ অপচয় রোধে সচেষ্ট থাকা; অপ্রয়োজনে লাইট, ফ্যান, এসি না চালানো।
১২  অফিস কক্ষ ত্যাগের পূর্বে লাইট, ফ্যান, কম্পিউটার, এসি সহ সকল প্রকার যন্ত্রপাতি যথানিয়মে বন্ধ করা।
১৩  অফিসে ব্যবহৃত সরকারি গাড়ি, কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাংশ যত্নের সাথে ব্যবহার করা।
১৪  বিদ্যুৎ, পানি ও জ্বালানী ইত্যাদি ব্যবহারে মিতব্যয়ী হওয়া।
১৫  অফিস আঙ্গিনায় রোপিত ফুল, ফল বা সবজি জাতীয় পাছের পরিচর্যা করা।
১৬  জরুরি বিষয় গ্রুপ মেসেঞ্জার, ই-মেইল বা এসএমএস এর মাধ্যমে কর্মকর্তা/কর্মচারীদের অবগত করা।
১৭  ই-নথি কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ এবং কাগজের ব্যবহার সীমিত করা।
১৮  মামলা ও অডিট নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ ও অডিট নিষ্পত্তিতে তৎপর থাকা।
১৯  ওয়েবসাইটে প্রতিনিয়ত প্রকাশযোগ্য তথ্যাদি আপডেট রাখা।